হলি উৎসবে মেতেছে বরিশাল

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষে অষ্টম তম 'শীতলাখোলা হলি উৎসব' উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকেই নগরীর কাঞ্চণ উদ্যানের সামনে শীতলাখেলা স্থানীয়দের আয়োজনে হলি খেলায় মেতে ওঠেন নগরীর সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ। রঙ খেলার পাশাপাশি ডিজে অনুষ্ঠানে কয়েকশ তরুণ তরুণী অংশগ্রহণ করেন।
শবেবরাতের জন্য এবছর উৎসবটিকে একদিন আগে উদযাপন করা হয়েছে বলে জানান আয়োজকবৃন্দ।
প্রতিবছর দোল উৎসব উপলক্ষে বরিশালে সব থেকে বড় আয়োজন করা হয়ে থাকে শীতলাখোলা এলাকায়।
আয়োজনকারী নিখিল চন্দ্র মাঝি জানান, প্রতি বছরই বিশ্ব হলি উৎসবের সাথে মিলে রেখে বরিশাল নগরীর শীতলাখোলা মোড়ে দোল উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এবছর শবেবরাতেরর জন্য একদিন আগে উৎসবটি উদযাপন করা হয়েছে। উৎসবে হলি খেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন।
এদিকে আগামিকাল শুক্রবার (১৮ মার্চ) দোলপূর্ণিমা উপলক্ষে নগরীর মন্দিরে মন্দিরে পূজার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ দিন নিজেদের বসতবাড়িতেও ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দিনটিকে উৎযাপন করার জন্য ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।