হ্যালোউন উদ্‌যাপন করতে মিথিলা, অর্ণব ও সুনিধি

হ্যালোউন উদ্‌যাপন করতে মিথিলা, অর্ণব ও সুনিধি

মাথায় গোলাপি রঙের চুল। চোখে চশমা, মুখে মেকআপ। এক্কেবারে অন্যরকম লুকে চেনাই যাচ্ছে না রাফিয়াত রশিদ মিথিলাকে। একইভাবে সেজেছে ছোট্ট আইরাও। কিন্তু কেন এই সাজ? জানা গেল হ্যালোউন উদ্‌যাপন করতেই এই সাজ সেজেছেন তারা। তাদের সেই ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

রবিবার হ্যালোউন ডে পালিত হয়েছে। তবে তার একদিন আগেই বন্ধু ও পরিবারের লোকজনকে নিয়ে হ্যালোউন উদ্‌যাপন করেছেন মিথিলা। তার সঙ্গে দেখা গেছে সংগীতশিল্পী শায়ন চৌধুরী অর্ণব ও সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েককে।

হ্যালোউন ডে সাধারণত ইউরোপ ও আমেরিকাতেই এই দিনটি পালিত হয়।