দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনা ইস্যুতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বরিশালের নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করাসহ অতিরিক্ত মূল্যে চাল বিক্রির দায়ে নগরীর প্রধান 

শুক্রবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

ভ্রাম্যমাণ আদালত ফরিয়াপট্টিতে গিয়ে চালের আড়তগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করার এবং অতিরিক্ত মূল্যে চাল বিক্রির প্রমান পায়। এ সময় সিমেলিত বাণিজ্য ভান্ডারকে ২৫ হাজার, প্রতিমা এন্টারপ্রাইজকে ৩০ হাজার এবং খুচরা ব্যবসায়ী ভাইভাই স্টোরকে ১৩ হাজার টাকা জরিমানা করেন এবং একই সাথে তাদের সহ অন্যান্যদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া পিয়াজ বাজারের ব্যবসায়ীদেরও সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। 

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।