১৮ জুলাই বরিশাল জেলায় আক্রান্ত ২০ জন

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুরু থেকে শনিবার রাত পর্যন্ত বরিশাল জেলায় ২ হাজার ১০৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৬৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এপর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ১০০৫ জন।
শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে বরিশাল জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। । তবে এপর্যন্ত বরিশাল জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ২ জন, মুলাদী উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত প্যারারা রোড, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, কাশীপুর, সদর রোড, মুসলিম গোরস্থান, সিএন্ডবি রোড, রুপাতলী, সাগরদী প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন নার্সসহ মোট ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ২০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।