২৩ জুন বরিশাল জেলায় আক্রান্ত ১৩ জন
আজ মঙ্গলবার ২৩ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ১৩ জন সহ জেলায় ১২৮৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
২৩ জুন এ জেলায় করোনা আক্রান্ত ৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ২২০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ২৩ জুন জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। জেলায় ১৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেল এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত মনসুর কোয়ার্টার, আলেকান্দা, ব্রাউন কম্পাউন্ড, ফিশারি রোড, সাগরদী, বটতলা, শাহ পরান সড়ক প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স, ১ জন স্টাফসহ মোট ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ৪৬ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১০১৫ জন, উজিরপুর উপজেলায় ৪৮ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৩ জন, হিজলা উপজেলায় ১২ জন, বানারীপাড়া উপজেলায় ৩১ জন, মুলাদী উপজেলায় ২৭ জন, গৌরনদী উপজেলায় ৪২ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে মোট ১২৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
গতকাল ২২ জুন তারিখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অদ্যাবধি জেলা প্রশাসনের ২ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল ২২ জুন তারিখে হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ জেলার বিভিন্ন পর্যায়ের ১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।
বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ২ জন ইউনিয়ন পরিষদ সচিব, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের ১ জন গাড়িচালকসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৫ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স, ১ জন স্টাফসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৭১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৩ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে