২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০৬, মৃত্যু ১১

২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪০৬ জনের কোভিড শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১১ জনের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে।
আগের দিন বৃহস্পতিবার ১ হাজার ৫১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, ১০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে গত এক দিনে আক্রান্ত ও মৃত্যু দুটোই কমেছে।
দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ৫৩ শতাংশ ছিল।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৬ হাজার ৯৩৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন সুস্থ হয়ে উঠলেন।