২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৯১

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে মোট ৩৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন ৭০৩ জন করোনা পজিটিভ রোগী।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৪৮ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগীর চাপ বাড়ছে।
এদিকে, কঠোর বিধি-নিষেধের মধ্যদিয়ে ৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত স্থানীয় জেলা প্রশাসনের দুই দফায় দেওয়া দুই সপ্তাহের লকডাউন চলছে। করোনার ঊর্ধ্বমুখী নিয়ন্ত্রণে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।