২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯৫ জন নতুন ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় দেশে ২৯৫ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৫০ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে মারা গেছেন ৩২ জন। আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।
ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৫৬ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৪১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৬৫১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯ হাজার ৪৪৭ জন।