২৪ ঘণ্টায় ২১ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ চিকিৎসক আক্রান্ত হয়েছেন জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
তারা জানায়, রোগীদের চিকিৎসা দেওয়ার সময় সরকারি ও বেসরকারি হাসপাতালে শুধু ঢাকায় ২৮৩ এবং অন্য ছয় বিভাগে ৯০ চিকিৎসক রবিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তারা সোমবার এ তথ্য জানায়।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাস বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। তাদের মধ্যে ১৭৯ জন সরকারি হাসপাতালের, ৮৪ জন বেসরকারি হাসপাতালের এবং ২০ জন অন্যান্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশে সংক্রমিত চিকিৎসকের সংখ্যা ছিল ৩৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় আরো ২১ জন আক্রান্ত হয়েছেন।
বিডিএফের তথ্য অনুসারে, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ২৫৪ জন বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে, ৮৬ জন বেসরকারি হাসপাতাল থেকে এবং ৩৩ জন সাত বিভাগের অন্যান্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন।
বিডিএফের তথ্যে ময়মনসিংহ বিভাগে ৩৬, চট্টগ্রামে ১৩, খুলনায় ১০, বরিশালের নয়, সিলেটে ছয় ও রংপুরে তিন এবং অন্য জায়গায় ১৩ জনকে দেখানো হয়েছে।
করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডা. নিরুপম বলেন, চিকিৎসকের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মানসম্পন্ন গাউন, মাস্ক, গ্লাভস এবং চশমার বিকল্প নেই।
দেশজুড়ে বিডিএফের ৯০ হাজার সদস্য রয়েছে বলে ডা. নিরুপম জানান।
বাংলাদেশ সোমবার পর্যন্ত ৫ হাজার ৯১৩ জনের করোনাভাইরাসে আক্রান্ত এবং ১৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।