২ জুলাই বরিশাল জেলায় আক্রান্ত ২৪ জন

২ জুলাই বরিশাল জেলায় আক্রান্ত ২৪ জন

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত হয়েছে। শুরু থেকে বর্তামান আপডেট পাওয়া পযর্ন্ত বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬০১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। এপর্যন্ত মোট জেলায় সুস্থ্য হয়েছেন ৪২৩ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে বরিশাল জেলায় আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এপর্যন্ত বরিশাল জেলায় ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী সাভারের বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগের ১ জন স্টাফসহ ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

এদিকে আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হিজলা উপজেলার ২ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত উত্তর মল্লিক রোড, আমতলা, সদর রোড, চৌমাথা, গোড়াচাঁদ দাস রোড, ভাটিখানা, নবগ্রাম রোড, নতুন বাজার, চকবাজার, কাউনিয়া প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফসহ ২২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।