হেফাজত নেতা কাশেমী গ্রেপ্তার

হেফাজত নেতা কাশেমী গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হেফাজত নেতা মনির হোসেন কাশেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে আটটায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, মনির হোসেন কাশেমী মামলার এজাহারভুক্ত আসামি। ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নাশকতা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

মনির হোসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতারিম।