৪০ নারীর স্মৃতিকথার সংকলন গ্রন্থ ‘লাভ ইউ মম’

বিভিন্ন বর্ণ, গোত্র আর ভাষার মা-কে নিয়ে ২০ নারীর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘লাভ ইউ মম’ এর প্রকাশনা উৎসবেও প্রবাসে মা’দের সম্মেলন ঘটেছিল। পরিবেশের বৈরিতা সত্বেও অভূতপূর্ব এক আমেজ বিরাজ করে এই উৎসবে। মায়ের প্রতি একেকজনের নিরন্তর শ্রদ্ধাবোধের জয়গান উচ্চারিত হয় কথা, গান, কবিতা আর সংলাপে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘জুইশ সেন্টার’এ শুক্রবার সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ‘সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেন’র উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে ছিলেন লেখিকা, শিল্পী, সমাজ-সংগঠক আর ধর্মগুরুরা। ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং তরুণ গীতিকারও। ইংরেজিতে অনুদিত গ্রন্থটির সম্পাদনা করেছেন পপি চৌধুরী ও জেসমীন আরা।
মোড়ক উম্মোচন করেন সম্মিলিতভাবে লেখিকাগণকে পাশে নিয়ে খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ক্যারেণ গোল্ডফার্ব, লেখক-অভিনেত্রী ড্যারিল উলেড্রি স্ট্রাউস। এ সময় সেখানে আরো ছিলেন বাংলাদেশের যুগ্ম সচিব নুরুন আকতার প্রমুখ।
আনুষ্ঠানিকতায় সবকিছু ছাপিয়ে যায় কণ্ঠশিল্পী তাহমিনা শহিদের গান ‘ ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে/কখন যে মা গেল চলে/সবাই বলে ঐ আকাশে/লুকিয়ে আছে খুঁজে নাও’। মায়ের জন্যে নিবেদিত গানটি সকলকে আপ্লুত করে। অনুষ্ঠানের শেষে চিত্রা রোজারিয়োও সঙ্গীত পরিবেশন করে সকলকে মোহিত করেছেন।
উল্লেখ্য, ২০ লেখিকার মধ্যে তাহমিনাও রয়েছেন। অপর সৃজনশীল নারী লেখিকা হলেন : সেলিনা হোসেন, ড. হাবিবা খাতুন, নূরজাহান বোস, পূরবী বসু, ফরিদা ইয়াসমীন, ডা. মনোয়ারা বেগম, ডা. সারওয়াত চৌধুরী, ক্যারেণ গোল্ডফার্ব, ড্যারিল ওয়েন্ডি স্ট্রাউস, অ্যাঞ্জেলিকা লোপেজ, অধ্যাপক আনিতা বাকস, সামশাদ হুসাম, তাহমিনা জামান, টিউলিপ চৌধুরী, নাঈমা খান, পারভিন সুলতানা, মণিকা জাহান বোস, আবীর হক, অধ্যাপক সাদা এইচ জামান, আইরিন রোজারিয়ো, জেসমিন আরা, চিত্রা রোজারিয়ো, অনিতা জাহান বোস, অনন্যা দাস, সুস্মিতা দেবনাথ, রত্না বাড়ৈ, ফারহানা আহমেদ, শবনম চৌধুরী, নাহার ফরিদ খান, রোকেয়া দীপা, লুৎফুন্নেসা, সামিহা আহমেদ, মেহের চৌধুরী, তাসনিম ইমাম খান, মিনা মাশরাফি, রাফিয়া রাসু, নিলুফার শিউলি, কুমকুম আহমেদ এবং পপি চৌধুরী।
নিউইয়র্কস্থ অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেন’র সহযোগিতায় ৩২৮ পাতার দৃষ্টিনন্দন বইটি প্রকাশ করেছে ‘নারী ইউএসএ ইনক’। প্রচ্ছদ করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও লেখিকা পপি চৌধুরী। মায়ের প্রতি ২০ লেখিকার অনুভ’তি ও স্মরণীয় ঘটনাবলি আলোকে গ্রন্থটি নিয়ে আলোচনাকালে ‘সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেন’র অন্যতম উপদেষ্টা রেভারেন্ড স্ট্যানলি গোমেজ আবেগাপ্লুতভাবে উল্লেখ করেন, মায়ের কথা শুধু মা দিবসে নয়, প্রতিটি দিনই গভীর শ্রদ্ধা আর মমতায় স্মরণ করা দরকার।
একইভাবে বাবাকেও মনে রাখতে হবে। কারণ, মা-বাবার মাধ্যমেই আমরা এ ধরায় এসেছি এবং আমরাও মা-বাবায় পরিণত হয়েছি। এটাই জাগতিক নিয়ম।
পিয়াল চৌধুরী ও মৌরিন পালের উপস্থাপনায় সূচনা বক্তব্যে পপি চৌধুরী বলেন, মূলত বাংলাদেশী আমেরিকান সৃজনশীল নারীদের প্রতিভা বিকাশের অভিপ্রায়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেন’র এটি হচ্ছে দ্বিতীয় প্রকাশনা। ২০১৯ সালে বাঙালি অভিবাসী নারীদের লিখিত ৩৬টি ছোটগল্প ইংরেজীতে অনুবাদ আকারে ‘দ্য গোল্ডেন লিভস’ নামে প্রকাশ করা হয়। গ্রন্থ প্রকাশের পাশাপাশি ২০১৮ সালে নিউইয়র্ক সিটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার একদল উদ্যমী নারীকে বিনা ফি-তে ম্প্যুটার প্রশিক্ষণ দেয়া হয়।
পপি চৌধুরী উল্লেখ করেন, ‘লাভ ইউ মম’ গ্রন্থটির প্রকাশনা উৎসব হবার কথা গত মা দিবসে। করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। এরপর নতুন তারিখ নির্দ্ধারণ করেছিলাম গত ২২ আগস্ট। সেটিও সম্ভব হয়নি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিউইয়র্ক অঞ্চলে জরুরী অবস্থা ঘোষণা করায়। আজও আবহাওয়া বৈরী রূপ ধারণ করলেও আমরা দমে যাইনি। এমন পরিস্থিতিতেও অনেকে এসে নারী জাগরণের মঞ্চকে উৎসাহিত করছেন বলে মনে করছি। বইটির যুগ্ম সম্পাদক জেসমীন আরাও তার অনুভূতি ব্যক্ত করেন অত্যন্ত বিনয়ের সাথে।
এতে স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি সুস্মিতা দেবনাথ।