কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আগামী সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ শনিবার (৭ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।