৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

রাজধানীর মগবাজার এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।
আটকরা হলেন— জলিল (২৫), মুন্না (২৬) ও শরীফ (১৮)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মগবাজার এলাকার হোটেল সুইট স্লিপের সামনে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এসময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আলো/ভিঅ/২৯/২০২০