নলছিটির নাচনমহল গ্রামে চুরির হিড়িক

নলছিটির নাচনমহল গ্রামে চুরির হিড়িক

 

নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে চুরির আতংক ছড়িয়ে পড়ছে এলাকায়।

নলছিটি উপজেলার নাচনমহলে গত একমাসে বেশ কয়েকটি চুরির ঘটনা সংগঠিত হয়েছে। চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এসকল চুরির মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, অটোরিকশা চুরি,অটোরিকশা ও ভ্যানের ব্যাটারী চুরি, নুরুল ইসলাম হাওলাদার বাড়ির মটর চুরি, নুরুল ইসলাম হাওলাদার বাড়ির মটর চুরি। 

অটোরিকশা হারানো কাশেম হাওলাদার বলেন আমার একমাত্র পুজি খোয়া যাওয়ায় আমি নিঃস্ব আমি প্রশাসনে সহায়তায় অটো ফেরত চাই। গত মঙ্গলবার রাতে রবিন হাওলাদার জানিয়েছেন এভাবে দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি পেলেও কোন প্রতিকার হচ্ছে না। প্রধান শিক্ষক জানানবিদ্যালয়ে চুরির ঘটনা থানায় জানানো হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে।

আতিয়ার রহমান বলেন গ্রামে প্রায় প্রতিদিন চুরি হচ্ছে অথচ পুলিশ প্রশাসন নির্বাক। আমরা গ্রামে নিরাপত্তা ব্যবস্থা ভালো চাই এবং চুরি করা অপরাধীদের শাস্তি দাবি জানাই। 

এ বিষয়ে কথা বলতে গত দুই দিন ধরে মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ করেনি নলছিটি থানা ওসি আতাউর রহমান।আতংকিত এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন পাশাপাশি প্রকৃত অপরাধীরা গ্রেফতার হলে গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে আসবে।