৬ চিনিকলে আখ মাড়াই বন্ধ

৬ চিনিকলে আখ মাড়াই বন্ধ

বিপুল পরিমাণ দেনা ও অব্যাহত লোকসানের কারণে চলতি ২০২০-২১ অর্থবছর থেকে আখ মাড়াই বন্ধ রাখা হচ্ছে দেশের ৬ সরকালি চিনিকলে।

এতে বলা হয়েছে, চিনি আহরণের হার, আখের জমি, মিলের দক্ষতা, লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনা করে চলতি আখ মাড়াই মৌসুমে ১৫টি চিনিকলের মধ্যে ছয়টিতে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আগামী মৌসুমে আখ মাড়াই বন্ধ থাকবে আরও তিনটি চিনিকলে।

যেসব চিনিকলে আখ মাড়াই বন্ধ থাকবে সেগুলো হলো- পাবনা সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল, রংপুর সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, শ্যামপুর সুগার মিল ও সেতাবগঞ্জ সুগার মিল।

পরিপত্রে বলা হয়েছে, যেসব মিলে আখ মাড়াই বন্ধ থাকবে সেসব মিলের শ্রমিকদের অন্য মিলে বদলি করা হবে। বন্ধ হওয়া মিল এলাকার কৃষকদের কাছ থেকে সরকার আখ ক্রয় করে চালু মিলগুলোতে সরবরাহ করবে।