‘আমার খেয়াল রেখো’

বিয়ের দুই মাস পূর্ণ হতে এখনও পাঁচদিন বাকি বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের। এরমধ্যেই মা হওয়ার সুখবর জানিয়ে দিলেন নেহা।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। যেখানে তার বেবি বাম্প দেখা যাচ্ছে। আর এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে!
ক্যাপশনে লিখেছেন, ‘আমার খেয়াল রেখো।’ নেহার এ ছবির মন্তব্যের ঘরে রোহানও লিখেছেন, ‘অবশ্যই, এখন তো খেয়াল রাখতেই হবে।’
গত ২৪ অক্টোবর বেশ আয়োজন করেই বিয়ে হয় নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের। তবে তাদের বিয়েকে ঘিরে কম জল্পনা-কল্পনার সৃষ্টি হয়নি। আর এবার গুঞ্জন শুরু হলো বিয়ের দু'মাসের মাঝে নেহার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে!