‘কমন গুড’আপিলে প্রায় ১০ লাখ স্বাক্ষর

‘কমন গুড’আপিলে প্রায় ১০ লাখ স্বাক্ষর


নভেল করোনাভাইরাসের টিকাকে ‘কমন গুড’ বা সবার কল্যাণ হয় এমন ‘পণ্য’ ঘোষণার দাবিতে ড. মুহাম্মদ ইউনূসের একটি অনলাইন আপিলে প্রায় ১০ লাখ মানুষ স্বাক্ষর করে ফেলেছেন।

মানুষের জীবনকে ওষুধ কোম্পানির মুনাফার উপরে স্থান দিতে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের এই বৈশ্বিক প্রচারাভিযানে এখন পর্যন্ত সামিল হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ১০৬ জন।

কভিড-১৯ ভ্যাকসিনকে একটি বৈশ্বিক সর্বসাধারণের সামগ্রী হিসেবে ঘোষণা করতে গত জুন মাসে মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী এই প্রচারাভিযান শুরু করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ২৪ জন নোবেল বিজয়ী এবং ১২৫ জন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও খ্যাতনামা ব্যক্তি একাজে তার সাথে সমবেত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আবেদনে সামিল হওয়া নোবেল বিজয়ীদের মধ্যে রয়েছেন তাওয়াক্কল কামরান, শিরিন এবাদি, মিখাইল গরবাচেভ, মালালা ইউসুফজাই, আর্চ বিশপ ডেসমণ্ড টুটু। সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গরডন ব্রাউন, ইতালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রদি, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, মরিশাসের সাবেক রাষ্ট্রপতি আমিনাহ গুরিব-ফাকিম এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ।

আসন্ন ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের ইউরোপীয়ান ইউনিয়ন সম্মেলন, দ্য টিআরআইপিএস সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থা সম্মেলন ও আফ্রিকান ইউনিয়ন সম্মেলনকে সামনে রেখে অধ্যাপক ইউনূস এই আপিল চালু করেন।

আভাজের সমর্থনে চলা এ প্রচারাভিযানে সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানদেরকে কভিড-১৯ ভ্যাকসিন ও চিকিৎসা প্রযুক্তিকে এর কারিগরি বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে ও এগুলোকে বুদ্ধিবৃত্তিক মালিকানা সংক্রান্ত বিভিন্ন বাধ্যবাধকতা থেকে মুক্ত রেখে পৃথিবীর সর্বত্র সহজলভ্য করার আবেদন জানানো হয়েছে।