রাজাপুরে মেলার নামে অশ্লীল কর্মকান্ড বন্ধের দাবি

রাজাপুরে মেলার নামে অশ্লীল কর্মকান্ড বন্ধের দাবি
ঝালকাঠি জেলার রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বৈশাখী মেলার নামে নানা ধরণের অসামাজিক, অশ্লীল ও কুরুচিপূর্ণ কর্মকান্ড চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই অশ্লিল কর্মকান্ড বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ঐ এলাকার প্রায় শতাদীক ধর্মপ্রান মুসলমাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ দেন। অভিযোগ সূত্রে জানাগেছে, স্থানীয় একটি কুচক্রীমহল এলাকার যুবসমাজকে ধংস করতে বৈশাখী মেলার নামে জুয়া খেলা, যাত্রাগান, পুতুল নাচ, নাগর দোলা, বাড়াটিয়া যুবতী মেয়ে এনে নগ্ন নৃত্য প্রদর্শন, উচ্চ স্বরে পাঁচমিশালি গান সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠিত করার আয়োজন চলছে। যা তারা পূর্বের বছর গুলুতেও বৈশাখী মেলার নামে এরকম অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে। এমনকি পূর্বের বছর গুলোতে তারা উলঙ্গ নৃত্যও পরিবেশন করেন। যা বড়ইয়া বাসি আজও অবগত রয়েছে। তারা আরো জানায়, পবিত্র মাহেরমজান অতি সন্নিকটে। তাছাড়া বড়ইয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। এ ছাড়াও এ এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাই এ এলাকায় এরকম ধর্ম ও সমাজ বিরোধী কর্মকান্ড সংঘঠিত হলে বিশাল যুবসমাজ, শিক্ষার্থীবৃন্দ ও সাধারন মানুষ প্রচন্ড ভাবে নৈতিক অবক্ষয় ও বিপথগামী পথে দাবিত হবে। গোটা সমাজ নীতি বিবর্জিত নগ্ন অসামাজিক ব্যাধিতে আক্রান্ত হবে। চলমান এইচএসসি পরীক্ষারত শিক্ষার্থীদের পড়া-লেখায় ব্যাঘাত ঘটবে। ধর্ম প্রান মুসলমানদের আসন্ন রমজানের পবিত্রতা বিনষ্ট হবে। এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, মেলা না হওয়ার জন্য এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার জানান, অভিযোগ পেয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জকে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।