‘টিকা মজুত আছে আড়াই কোটির বেশি’

বর্তমানে দেশে আড়াই কোটি ডোজেরও বেশি টিকা মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।
রোবেদ আমিন বলেন, ‘আজকেও আমাদের কিছু টিকা আসছে পোল্যান্ড থেকে। বিভিন্ন দেশ থেকে কোভ্যাক্সের মাধ্যমে দেশে টিকা আসছে। আগামী কয়েকমাসের মধ্যে আমরা প্রায় ১০ কোটি টিকা পেয়ে যাবো। ফলে করোনার সংক্রমণ প্রতিরোধে দেশের বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।’
অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।
এ সময় তিনি করোনা চিকিৎসায় জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত ক্যাপসুল ‘মলনুপিরাভির’ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন না করার আহ্বান জানান।