বরিশালে তিন উপজেলার ১২ ইউনিয়নে ভোট

বরিশাল জেলার তিন উপজেলার ১২ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন । বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট গ্রহণ নির্বাচনী প্রচার প্রচারণা সম্পন্ন করেছেন প্রার্থীরা। এ বারের নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। নির্বাচনের সময় যতো এগিয়ে আসছে ভোটের উত্তাপও ততোই বাড়ছে। সাধারণ ভোটারদের মাঝে সন্দেহের দানাও বাঁধছে নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে। কয়েকটি এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা বেপরোয়া হয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের আহত করার ঘটনায় প্রার্থী সমর্থক ও ভোটাররা শংকিত। যদিও এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ, বিদ্রোহী ও হাত পাখা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২য় ধাপের এই নির্বাচনে বরিশাল সদর এবং আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য নির্বাচনে মোট ১১৪ টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ভোটাররা। ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় কেন্দ্রের সংখ্যা ৫৫ টি, মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ২৯৭ জন। বানারীপাড়ায় কেন্দ্র রয়েছে ৯ টি, ভোটার সংখ্যা ২০ হাজার ২৯৩ জন এবং আগৈলঝাড়ায় ৫০ কেন্দ্রের বিপরীতে মোট ভোটার রয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩২ জন।
১২ ইউনিয়নের চেয়ারম্যান পদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে রায়পাশা কড়াপুর ইউনিয়নে প্রার্থী রয়েছেন ৮ জন। এছাড়া সদর উপজেলার অন্তর্গত শায়েস্তাবাদ ইউনিয়নে ৩ জন, চরমোনাই ইউনিয়নে ৪ জন, চরকাউয়া ইউনিয়নে ৭ জন, চাঁদপুরা ইউনিয়নে ৫ এবং চন্দ্রমোহনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন, বাকাল ইউনিয়নে ৩ জন, বাগধায় ২, গৈলায় ৩ জন এবং রত্নপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ২ জন। যদিও এই ৫ ইউনিয়নের সবক’জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ৭ জন। অপরদিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।