‘মাশরাফি অন্যতম সেরা অধিনায়ক’

করোনা বিরতির দীর্ঘ নয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে বাংলাদেশে।
এজন্য বাংলাদেশ দল ঘোষণাও করছে বোর্ড। তবে এই সিরিজে আর খেলা হচ্ছে না টাইগারদের সফল সাবেক ওয়ানডে অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার। আর মাশরাফির এই অভিজ্ঞতাটাই মিস করবে দল এমটাই মনে করেন আকরাম খান।
শনিবার (০৯ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। মাশয়াফির সামর্থ্য নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই জাতীয় দলের সাবেকে এই ক্রিকেটারের। আর আসছে সিরিজে মাঠে মাশরাফির অভিজ্ঞতাটা পাবে না দল।
আকরাম খান বলেন, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তার মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে। ’