ডিডাব্লিউ একাডেমির সঙ্গে ভোরের আলোর কর্মশালা

ডিডাব্লিউ একাডেমির সঙ্গে ভোরের আলোর কর্মশালা

দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার ‘মিডিয়াা ডেভেলপমেন্ট’ এর দ্বিধাপ শুরু হয়েছে। জার্মান ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ডিডাব্লিউ একাডেমির তত্তাবধানে কার্যক্রম শুরু হয়। 

শুক্রবার ২ ডিসেম্বর দিনব্যাপী ভোরের আলোর কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে পরামর্শক ও জানাবোঝার কাজ করেন প্রতিনিধি দলের সদস্যরা। 

সাংবাদিকতা পেশায় নিয়োজিত ভোরের আলো কর্মীদের উৎকর্ষ সাধন এবং উন্নয়ন সাধনের লক্ষ্যে ডিডাব্লিউ একাডেমি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। যার অংশ হিসেবে গতকাল তারা দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মাশালায় মানুষের চাহিদা এবং গুরুত্ব বিবেচনায় সংবাদ প্রকাশ করার প্রতি জোর দেয়া হয়। একই সঙ্গে ভোরের আলোর ডিজিটাল প্লাটফর্মের জন্য মোবাইল জার্নালিজম, ভিডিও কনটেন্ট তৈরি এবং প্রেজেন্টেশন দেয়ার দক্ষতার ওপর প্রশিক্ষণ দেবে ডিডাবি¬উ একাডেমি। ভোরের কালোকে সাধারণ মানুষের মাঝে আরও গ্রহণযোগ্য করার জন্য বেশ কিছু পরার্মও দেন তারা। তারা প্রতি সম্পাতে ভোরের আলোর কর্মীদের অনলাইন অথবা অফ লাইনে সংযুক্ত থাকবেন। এছাড়া মাসে একবার কর্মীদের সঙ্গে অফলাইনে সভায় মিলিত হবেন।

গত বছরের শেষ দিকে ডিডাব্লিউ একাডেমি ভোরের আলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে দুই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। এবছর আগস্ট মাসে ডিডাব্লিউ একাডেমির কনসালটেন্ট পিটার ত্রেসকা (জার্মান) ভোরের আলোর অফিস পরিদর্শন করেন এবং তার গবেষণা, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বেশকিছু বিষয় শেয়ার করেছেন ভোরের আলো টিমের সঙ্গে। সেটা ছিল ডিডাব্লিউ একাডেমির সঙ্গে ভোরের আলো কর্মীদের উন্নয়নের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ভোরের আলোর পরিবার নিয়ে দিন ব্যাপী কর্মশালা এবং কাজের সুবিধার জন্য কিছু কারিগরি সাপোর্ট (ইকুইপমেন্ট) দেয় সংস্থাটি। যা ভোরের আলোর পক্ষে সম্পাদক গ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, ডিডাব্লিউ একাডেমি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রিয়া এ্যাফেল বর্ণ, পরামর্শক, লুৎফা আহম্মেদ,ডিডাব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার এবং ট্রেইনার ফামিম ফেরদৌস, কনট্রিবিউটার এ্যা- ট্রেইনার মাকসুদা আজিজ ও শ্যাম জাহান।

জার্মানভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ডিডাব্লিউ একাডেমি গণমাধ্যম উন্নয়ন নিয়ে বাংলাদেশে ২০১৪ সাল থেকে কাজ করছে। ২০২১ সালে দেশের নির্দিষ্ট কিছু গণমাধ্যমের সঙ্গে তাদের উন্নয়ন এবং চাহিদা অনুযায়ী কাজ শুরু করে ডিডাব্লিউ একাডেমি’। তারই ধারাবাহিকতায় বরিশালের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক বরিশাল ভোরের আলো’র ‘মিডিয়া ডেভলেপমেন্ট এবং (অনলাইন ভার্সন) এর মাল্টিমিডিয়া সাংবাকিতায়র উন্নয়নের কাজ শুরু করেছে।