SEIP প্রকল্পের আওতায় বিনাখরচে কেয়ারগিভিং কোর্সের উদ্বোধন পটুয়াখালীতে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন skills for employment investment programme ( SEIP) প্রকল্পের আওতায় ডিডাব্লিউ এফ গ্রুপ অব ইনস্টিটিউট এর পরিচালনায় ৬ মাস মেয়াদি কেয়ারগিভিং কোর্স এ সম্পূর্ন বিনা খরচে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী টাউন কালিকাপুর কলাতলায় জহির মেহেরুন নার্সিং কলেজের হলরুমে কেয়ারগিভিং কোর্সে উদ্বোধন শেষে আলোচনা সভায় জহির মেহেরুন কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন নেছা এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন জহির মেহেরুন নার্সিং কলেজে প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল ইসলাম ।
আরো উপস্থিত ছিলেন জহির মেহেরুন নার্সিংকলেজের গভর্নিংবডির সদস্য আঃ কুদ্দুস মৃধা ,কলেজের অন্যন্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। উক্ত আলোচনা সভায় পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান। আলোচনা শেষে বক্তারা বলেন এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত শর্ত সাপেক্ষে আবেদন পত্র আহবান করা যাচ্ছে। প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ডিডাব্লিউএফ নার্সিং কলেজ সিএন্ডবি রোড, বরিশাল কোর্সের নাম জেন্ডার নারী ও টাউন কালিকাপুর, কলাতলা, পটুয়াখালী রহ ঈধৎবমরারহম,নারী ও ঝশরষষং ঈবৎঃরভরপধঃরড়হ পুরুষ রহ ঈধৎবমরারহম । উভয়েই ভর্তির মেয়াদকাল ৬ মাস ,শিক্ষাগত যোগ্যতা ন্যুন্যতম এসএসসি পাশ,বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে, দারিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্টি, নারী, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত প্রশিক্ষাণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে , আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে ।
প্রার্থীর পূর্ন জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আবেদন করতে হবে, প্রশিক্ষাণার্থীদের সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ কালীন ছাত্র/ছাত্রীদের বিনা মূল্যে থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণের সুযোগ রয়েছে, প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদ পত্র এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সহায়তা প্রদান করা হবে ,উল্লেখযোগ্য ফলাফলের ভিত্তিতে বিদেশে কর্ম সংস্থানের সুযোগ রয়েছে ।