উজিরপুরে নিখোঁজের ২ দিন পর প্রতিবন্ধী যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

উজিরপুরে নিখোঁজের ২ দিন পর প্রতিবন্ধী যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর এক প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি  রবিবার সকালে বাড়ির পাশে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মো: রকিব হাওলাদার (২৭)। সে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মোহাম্মদ ইখতিয়ার হাওলাদারের পুত্র। 

স্হানীয়রা জানান গত ১৭ ফেব্রুয়ারি  সকাল থেকে নিখোঁজ ছিলেন শারীরিক প্রতিবন্ধী মো: রকিব হাওলাদার। ১৯ তারিখ সকালে  প্রতিবেশী রবেজান বেগম মো: রকিব হাওলাদারের মরদেহ বাড়ির পাসের খালে ভাসতে দেখে আসে পাসের লোকদের সংবাদ দেয় এবং স্হানীয়রা উজিরপুর মডেল  থানা পুলিশকে  খবর দেয়। থানা থেকে পুলিশের এস, আই মো:  ইউছুব ঘটনা স্হালে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান জানান পরিবারের কোন অভিযোগ নেই এবং আমাদের কাছে লিখিত দিয়েছে  মরদেহ ময়না তদন্ত করাবেনা, তাই আইনগত ভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।