অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচের জন্য গতকাল বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্টের স্কোয়াডটাই রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
স্কোয়াডে পেসার যথারীতি চারজন। একাদশে পেস আক্রমণে অবশ্য পরিবর্তন আনার সুযোগ আছে। প্রথম টেস্টে খেলেছিলেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি। ডানহাতি তিন পেসারের কোনো একজনের বদলে বাঁহাতি শরিফুল ইসলামকে খেলানোর কথা ভাবতে পারে দল।
তবে স্পিন আক্রমণে পরিবর্তন আসছে না নিশ্চিতভাবে। প্রথম টেস্টের মতো মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামই থাকছেন। নাঈম হাসান ও অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় টেস্টেও তারা স্কোয়াডের বাইরে থেকে গেছেন।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলি ও শরিফুল ইসলাম।