জীবাণুমুক্ত রাখুন ঘর

করোনাকালে ঘর জীবাণুমুক্ত করার বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে। জীবাণুনাশক ব্যবহারের চেয়ে ঘরোয়া কিছু উপাদানে ঘর পরিষ্কার করলেই জীবাণুও দূর হবে।
লেবুর রস: করোনা আতঙ্কের পর থেকে অনেকেই সকালে গরম পানি ও তার মধ্যে লেবুর রস মিশিয়ে পান করতে শুরু করেছেন। কিন্তু এর পাশাপাশি লেবুর আর একটি অন্য গুণও আছে। লেবুর রস জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া লেবু দিয়ে পরিষ্কার করলে তা অনেক বেশি ও অনেক তাড়াতাড়ি উজ্জ্বল হয়।
সাদা ভিনেগার: এই উপাদানটি অ্যাসিড হিসেবে রান্নায় ব্যবহার করা হয়। এছাড়া জীবাণুনাশক হিসেবেও এর ব্যবহার করা যেতে পারে এটাও জেনে রাখুন। এ ছাড়াও চটচটে ময়লা সহজেই তুলে ফেলতে পারে ভিনিগার।
বাষ্প: ঘরে জলীয় বাষ্প তৈরি করা গেলেও, তার কারণে জীবাণুর উৎপাত কমে যেতে পারে এটাও জানতেন কি? অনেকেই এই পদ্ধতিতে ঘরকে জীবাণুমুক্ত করে থাকেন স্বাভাবিকভাবেই।