অপ্রয়োজনে দোকান খুলে আড্ডা দেয়ায় আর্থিক দন্ড

অপ্রয়োজনে দোকান খুলে আড্ডা দেয়ায় আর্থিক দন্ড

বরিশালে সরকারী নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খুলে আড্ডা দেয়ায় দুই দোকানীকেও আর্থিক দন্ড দেয়া হয়েছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ও মো. মারুফ দস্তগীরের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীতে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

পৃথক ভ্রাম্যমান আদালত করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরা, গণসচেতনতা  সৃষ্টি  ও বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পৃথক ভ্রাম্যমান আদালত আজ নগরীর সদর রোড, নথুুল্লাবাদ, কাশীপুর, নতুন বাজার, হাসপাতাল রোড ও বিউটি রোড এলাকায় অভিযান চালায়। 

এদিকে মো. মারুফ দস্তগীরের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর নতুন বাজারে ওষুধ ও মুদী দোকান নয় বিনা কারনে এমন দোকান খোলা রেখে ভেতরে আড্ডা জমানোয় সংশ্লিস্ট দোকানীকে ৫শ’ টাকা এবং নগরীর হাসপাতাল রোডে একই অপরাধে পপুলার সুজ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়।