হল খোলা রেখেই অনলাইনে ক্লাস ঢাবিতে

হল খোলা রেখেই অনলাইনে ক্লাস ঢাবিতে

সরকারি বিধিনিষেধ অনুযায়ী আজ থেকে সশরীরে ক্লাস বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। তবে বিভাগগুলোর সেশনজট কমাতে ক্লাস চলবে অনলাইনে।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া একটি লিখিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী পরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি ২০২২ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

সশরীরে ক্লাস বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার আহ্বান জানানো হলেও হল বন্ধ হবে কি না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে শুক্রবার সকালে একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রীপরিষদ থেকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সার্বিক কার্যাবলি ও চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকেও নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।