অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে নিয়েই উপাধ্যক্ষ পদে যোগদান করলেন কাইয়ুম

অবশেষে আদেশের ২০ দিন পর অবশেষে আন্দোলনকারীদের সাথে নিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক ড. এএস কাইয়ুম উদ্দিন আহম্মেদ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় অধ্যক্ষের কক্ষে শিক্ষক নেতা ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে যোগদান করেন তিনি।
নবনিযুক্ত উপাধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দিন আহম্মেদ জানান, যারা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে নিয়েই বৃহস্পতিবার বিকাল ৪টায় উপাধ্যক্ষ পদে যোগদান করেছি। এ সময় অন্যান্য শিক্ষক নেতারাও উপস্থিত ছিলেন।
ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া জানান, দেরী হলেও উপাধ্যক্ষ পদে বৃহস্পতিবার যোগদান করেছেন কাইয়ুম উদ্দিন।
এর আগে একই কলেজের ইতিহাস বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন অধ্যাপক কাইয়ুম। যোগদানের সময় কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকউল্লাহ মুনিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত ২০ মে ব্রজমোহন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পান একই কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. এএস কাইয়ুম উদ্দিন আহম্মেদ। উপাধ্যক্ষ পদে তার যোগদান ঠেকাতে ওইদিন থেকেই টানা আন্দোলন করে আসছিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অধ্যাপক কাইয়ুমের যোগাদানের প্রকাশ্য জময়ায়েত করে বিরোধীতা করেন তারা। এমনকি কলেজের ফটকগুলোও বন্ধ করে দিয়েছিলো ছাত্রলীগ। সবশেষে আন্দোলনকারী নেতাকর্মীদের নিয়ে ২০দিন পর গতকাল নতুন পদে যোগদান করেন তিনি।