দর্শনা কেরুজ চিনিকলে আখ মাড়াই শুরু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহাসিক দর্শনা কেরু চিনিকলে ২০২০-২০২১ অর্থ বছরের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুষ্টিয়া জগতি চিনিকলের আখ মাড়াই করা হবে দর্শনা কেরুজ চিনিকলে। চলতি ২০২০-২০২১ মৌসুমে ১ লক্ষ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদন করবে কেরুজ চিনিকল।
এর মধ্যে কেরুজ চিনিকলের নিজিস্ব ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন ও কৃষকদের ৬ হাজার ৯৮২ একর জমিতে ৯৪ হাজার মেট্রিক টন আখ রয়েছে।
এছাড়া ও কুষ্টিয়ার জগতি চিনিকলের আওতাধীন কৃষকদের ৩৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে কেরুজ চিনিকলে। এ কারণে এবার মাড়াই দিবস ধরা হয়েছে ১০৪। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলি আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার শাহ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান প্রমুখ।