অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলছে কেরানীগঞ্জ ও টঙ্গীতে

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলছে কেরানীগঞ্জ ও টঙ্গীতে

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে আলাদা মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিভিন্ন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কেরানীগঞ্জে অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযানকালে একটি তালাবদ্ধ অবৈধ প্রিন্টিং কারখানায় প্রবেশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে গ্যাসের আলামত পাওয়া যায়। সেখানে চারটি প্রিন্টিং টেবিল ও চল্লিশটি বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়। ফলে তৎক্ষণাৎ গ্যাসের উৎসলাইন কিল করে সরবরাহ বন্ধ করা হয় এবং কারখানার ০১টি কম্প্রেসার, ৪০টি বার্নার, ৪৪টি বল বাল্ব, এবং দেড় ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট হাউজ লাইন অপসারণ করা হয়।

অভিযানে কেউ না পাওয়া এবং মালিকের তথ্য নিশ্চিত না হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে গাজীপুরে টঙ্গীতে হাসিবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আনাস ডেনিম প্রসেসিং ওয়াশিং নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ কিল করে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করা হয়। একই এলাকার আরেকটি বেনামি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ কিল করা হলেও প্রতিষ্ঠানটি তালাবদ্ধ থাকায় কারখানার অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব হয়নি। ওই কারখানার ৬০ ফুট ৩/৪" লাইন অপসারণ করা হয়