অবৈধভাবে স্থাপিত জ্যামার-নেটওয়ার্ক বুস্টার সরানোর নির্দেশ

অবৈধভাবে স্থাপিত জ্যামার-নেটওয়ার্ক বুস্টার সরানোর নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অবৈধভাবে স্থাপিত জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসানো এসব ডিভাইসের কারণে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এজন্য এই নির্দেশনা দেয়া হয়।

জানা যায়, রাজধানীতে এক হাজারের বেশি স্থানে এসব যন্ত্রের ব্যবহারের কারণে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন হচ্ছে। কোনো স্থানে জ্যামার থাকলে আশপাশের প্রচুর গ্রাহক নেটওয়ার্ক সংযোগ পায় না। অবৈধ বুস্টার বা রিপিটারও একই ধরনের সমস্যা তৈরি করে।

মোবাইল প্রযুক্তি একটি প্রকৌশল পরিকল্পনা ও মানদণ্ড মেনে করা হয়, যাতে গ্রাহকরা নির্বিঘ্নে সেবা পেতে পারে। কিন্তু কেউ যদি অবৈধভাবে নিজের নেটওয়ার্ক সবল করার জন্য বুস্টার বা রিপিটার বসায়, তাহলে তার আশপাশের সব মোবাইল অপারেটরের গ্রাহকের সেবায় বিঘ্ন ঘটে।