অভিনেতা-সাংসদ দেবকে টানা ৫ ঘণ্টা জেরা

অভিনেতা-সাংসদ দেবকে টানা ৫ ঘণ্টা জেরা

সকাল ১১টা থেকে বিকাল ৪টা। গরু পাচার মামলায় টানা পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই দফতর থেকে বের হয়েছেন অভিনেতা-সাংসদ দেব।

কলকাতার নিজাম প্যালেস থেকে হাসি মুখেই বের হতে দেখা যায় তারকা সাংসদকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তার বয়ান রেকর্ড করা হয়েছে। এনামুল হক বলে কাউকে চেনেন না বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দেব। কোনও আর্থিক লেনদেনের বিষয়ও অস্বীকার করেন তিনি। বলেন, ‘আর হয়তো ডাকবে না।’

জানা গেছে, গরু পাচার কা-ের অন্যতম অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তার নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সেসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বুধবার নোটিশ পান দেব। মঙ্গলবার সময় মতোই পৌঁছান সিবিআই দফতরে।

তারকা সাংসদ নিজাম প্যালেসে পৌঁছাতেই ভিড় জমে যায়। আকাশি নীল রঙের শার্ট ও কালো ট্রাউজার পরে এসেছিলেন তারকা। হাতে ছিল হলুদ জ্যাকেট।