অর্থ মন্ত্রণালয়ের ভার নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের ভার নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগরে পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। এবার তিনি দেশটির অর্থমন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। খবর আল-জাজিরার।

আজ বুধবার রনিলকে দেশটির অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, মন্ত্রণালয়টির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী রনিল এখন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে বেইলআউট নিয়ে আলোচনায় নেতৃত্ব দিতে পারবেন।

এক বিবৃতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, আজ সকালে (বুধবার) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নীতিমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে শপথ নিয়েছেন।