অসহায়দের পণ্য দেওয়ার উদ্যোগ বানারীপাড়ায় আজাদের

অসহায়দের পণ্য দেওয়ার উদ্যোগ বানারীপাড়ায় আজাদের

বানারীপাড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা লোকদের ২০ ভাগ ভর্তুকি দিয়ে ও অসহায় কর্মহীন মানুষের মাঝে ফ্রি নিত্যপন্য দেয়ার উদ্যোগ নিয়েছেন এস.এস.প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সিআইপি আশিকুল ইসলাম আজাদ।জানাগেছে করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে ফ্রি ও ভর্তুকী দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্যোগ নিয়েছেন বানারীপাড়ার এ তরুন ব্যবসায়ী। তিনি ওয়ালটন,আশিক ইলেকট্রনিক্স ও সাহেরা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজ গ্রাম উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠি ও পৌর শহরের ৬ নং ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল,ডাল,তেল,পিঁয়াজ,আলু,আটা,লবণ ও চা পাতা সহ নিত্য প্রয়োজণীয় বিভিন্ন পণ্য বিতরণ করার পাশাপাশি ২০ ভাগ ভতুর্কি দিয়ে এসব পণ্য বিক্রিরও উদ্যোগ নেন।

 আশিকুল ইসলাম আজাদ জানান ডেলিভারী চার্জ ছাড়া শতকরা ২০ ভাগ ভতুর্কি দিয়ে এসব পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। আগামী শনিবার থেকে ০১৯১৬১২০০৭৪,০১৭৬১৫৯৭৫৬, ০১৯৭৮১৫২০২৬, ০১৭৭৭১১১১৯২ নম্বরে কল করলে এ হোম ডেলিভারী সেবা দেওয়া হবে। এ ব্যাপারে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।  এছাড়া গত তিন দিন ধরে আশিকুল ইসলাম আজাদ পৌর শহর সহ বিভিন্ন এলাকায় ফ্রি সাবান,হ্যান্ডস স্যানিটাইজার ও মাস্কও বিতরণ করছেন। তার প্রতিষ্ঠিত প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এক মাসের বেতন পরিশোধ করে সবাইকে নিজ নিজ বাড়ীতে সুরক্ষায় থাকার পরামর্শ প্রদান করেন।

এদিকে  মরণঘাতি করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে মানুষ যাতে নিজ ঘরে অবস্থান করে পরিবার সহ নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যকেও সুস্থ রাখতে পারেন সেজন্য হোম কোয়ারেন্টাইনে থাকাদের সুবিধার্থে এ মহতী উদ্যোগ নেওয়ায় আশিকুল ইসলাম আজাদকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।