অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়

অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়

কোনো খাবার বা ওষুধে কারো অ্যালার্জির সমস্যা থাকলে তার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেয়া উচিত হবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের ওষুধ ও টিকা নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।

মঙ্গলবার এই টিকা নিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর অ্যলার্জির সমস্যা দেখা দেওয়ার পর এ সতর্কবার্তা এল। ওই দুই কর্মীরই মারাত্মক এলার্জির ধাত আছে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির ‘মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’ (‌এমএইচআরএ)‌ জানিয়েছে, টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে দুই‌জনের অ্যানাফিল্যাক্সিস (আকস্মিক ও গুরুতর এলার্জি প্রতিক্রিয়া) এবং একজনের অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়ার খবর পাওয়া গেছে।

বিশ্বে প্রথম দেশ হিসেবে গত মঙ্গলবার থেকেই দেশের মানুষকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু করেছে যুক্তরাজ্য। প্রথম দফায় এই টিকা পাচ্ছেন সামনের সারিতে থেকে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীরা এবং বয়স্করা।

এমএইচআরএ’র প্রধান নির্বাহী জুন রাইনে এক বিবৃতিতে বলেছেন, কারো কোনো টিকা, ওষুধ কিংবা খাবারে অ্যানাফিল্যাক্সিস এর ইতিহাস থেকে থাকলে তার এই কোভিড টিকা নেয়া উচিত নয়। তিনি বলেন, এ ধরনের প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না। তবে ফ্লুয়ের টিকাসহ অন্যান্য টিকার ক্ষেত্রে এমন হতে পারে।