আইপিএলে ২০০ ছক্কার এলিট ক্লাবে রোহিত শর্মা

বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে ২০০ ছক্কা হাঁকানোর এলিট লিস্টে নাম তুলে ফেললেন রোহিত শর্মা। বুধবার আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন তিনি।
কলকাতার বিপক্ষে টস হেরে ওপেন করতে নেমেই তাণ্ডব চালিয়েছেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন রোহিত। ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে সূর্যকুমার আউট হলেও থামানো যায়নি রোহিত শর্মাকে। বিপক্ষ বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। একইসঙ্গে দলের রানকে উচ্চতায় পৌঁছে দেন দলের অধিনায়ক।
শেষ অবধি ৫৪ বলে ৮০ রান করে ১৮তম ওভারে শিবম মাভির শিকার হন রোহিত। আর এই রানের পথে দলীয় ইনিংসের ১৪তম ওভারে আইপিএলে ২০০তম ছক্কা হাঁকানোর মাইলস্টোন গড়েন ‘হিটম্যান’। এদিন রোহিতের ইনিংস সাজানো ছিল ৩টি চার এবং ৬টি বিশাল ছক্কায়। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স এবং মহেন্দ্র সিং ধোনির পর আইপিএলের চতুর্থ এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন হিটম্যান।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকানো প্রথম ৪ ব্যাটসম্যান:
ক্রিস গেইল (৩২৬)
এবি ডি’ভিলিয়ার্স (২১৪)
এমএস ধোনি (২১২)
রোহিত শর্মা (২০০)
ভোরের আলো/ভিঅ/২৪/২০২০