নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় এক মহিলাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের ঘটনাসহ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা কমিটির উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাসের সভাপতিত্বে ও বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, অপূর্ব রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সদস্য মারিয়া, বিপুল, লামিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নোয়াখালী জেলায় বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের অমানবিক ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। ক্ষমতার রাজনীতির প্রত্যক্ষ প্রশ্রয়ে এই ধর্ষকরা লালিত-পালিত হয়েছে বলে বক্তারা অবিলম্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় বিবস্ত্র করে অমানবিক নারী নির্যাতনের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, খুন-ধর্ষণ-নির্যাতনের বিচার না হওয়া, ক্ষমতার রাজনীতির প্রশ্রয়ে খুনীদের পার পেয়ে যাওয়ার এই সংস্কৃতিই আজকের ঘটনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধে এদেশের যুবকরা নারীর সম্ভ্রম বাঁচাতে প্রাণ দিয়েছিল আর আজ স্বাধীনতার ৫০ বছর পর দেশ ধর্ষণ-নির্যাতনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির করে বক্তারা জনগনকে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এর আগে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধরণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরে বিক্ষোভ মিছিল করা হয়।