আইসিসি সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে ওঠার হাতছানি।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারায় বাংলাদেশ। সুবাদে সুপার লিগের টেবিলে চারে উঠে আসে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই উঠে যাবে টেবিলের শীর্ষে। একই ভেন্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১টায়।
সাত ম্যাচে এখন ৪০ পয়েন্ট বাংলাদেশের। আর একটা ম্যাচ জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে টপকে বাংলাদেশ এই তালিকার শীর্ষে উঠে আসবে। বাংলাদেশের সমান ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ তিনটি স্থানে আছে ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ৩০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পাঁচ, ছয় এবং সাতে রয়েছে। বিরাট কোহলির ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে। নয় এবং দশ নম্বরে থাকা জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের পয়েন্ট দশ করে। ৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। তারা রয়েছে ১১ নম্বরে।
এই তালিকায় ১২ নম্বরে থাকা শ্রীলঙ্কা পয়েন্ট মাইনাস ২। নেদারল্যান্ডসই একমাত্র দল, যারা কোরো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
এই সুপার লিগই ঠিক করে দেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোন কোন দল সরাসরি খেলবে।