আইসোলেশনে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তিন ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। বাকি দুজন আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
তবে কোন ক্রিকেটারের করোনা হয়েছে, তা জানানো হয়নি সংস্থাটি। পরিচয় গোপন রাখা হয়েছে আইসোলেশনে যাওয়া অন্য দুই ক্রিকেটারেরও। তবে এই ক্রিকেটারদের কারোরই কোনো উপসর্গ নেই বলে জানানো হয়েছে।
কেপটাউনে ২৭ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে এই খবরকে ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এখনো পর্যন্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের উপর প্রায় ৫০ জনের কোভিড টেস্ট করা হয়েছে। তার পরই তারা বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করেছেন।
আইসোলেশনে থাকা তিন ক্রিকেটারের বদলি হিসেবে কারো নাম এখনো ঘোষিত হয়নি।
ইংল্যান্ড ক্রিকেট দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। শনিবার তারা প্রস্তুতি ম্যাচও খেলবে। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের সঙ্গে সমান সংখ্যক ওয়ানডে খেলবে দুই দল।
ভোরের আলো/ভিঅ/১৯/২০২০