‘বিষ ছড়াচ্ছেন মোদি’, অভিযোগ রাহুলের

‘বিষ ছড়াচ্ছেন মোদি’, অভিযোগ রাহুলের
লোকসভায় ভোটে মান রক্ষা করেছে ওয়ানাড। আমেথিতে হারলেও জয় এসেছে দক্ষিণ ভারতের এই কেন্দ্র থেকে। শনিবার কেরালার ওয়ানাডে গিয়ে ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশকে ভাগের চক্রান্তে ‘মোদি বিষ ছড়াচ্ছেন’ বলেও অভিযোগ করেন রাহুল। এদিন কেলপেট্টায় রোড শো’য়ে অংশ নেন ওয়ানাডের সাংসদ। যাকে ঘিরে কংগ্রেস কর্মী, সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যদিও গোটা দেশের চিত্র ভিন্ন। লোকসভা ভোটে হেরে বিষন্ন দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি। এই অবস্থায় আবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুললেন সোনিয়া তনয়। কংগ্রেস সভাপতি বলেন, ‘আমরা জাতীয় স্তরে ‘বিষে’র সঙ্গে লড়াই করছি। রাজনৈতিক আক্রমণে কড়া কথার প্রয়ো হয়। কংগ্রেসও করে। কিন্তু মোদি বিষ বিষ ছড়াচ্ছেন তার লক্ষ্য একটাই। দেশে বিভেদ তৈরি করা।’