মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যবোধ ক্ষুণ্ণ করেছে।
শুক্রবার দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,"মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের নয়, এটি সবার অংশগ্রহণে সংঘটিত হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ অন্য দলগুলোর ভূমিকা অস্বীকার করে নিজেদের কৃতিত্ব জাহির করছে।"
তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্যান্য দলের তুলনায় অনেক কম ছিল।
রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির মডেল আখ্যা দেন।
তার বক্তব্য, দেশের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি, আর এর নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।"
শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককেও সমালোচনা করে রিজভী বলেন,"টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক প্রভাবের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন।"
রিজভী আরও অভিযোগ করেন,"শেখ হাসিনা ভারত থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। তার ভেতরে কোনো রাজনৈতিক আদর্শ ছিল না, বরং দুর্নীতিই ছিল তার শক্তি।