আওয়ামী লীগের করোনা সুরক্ষা সামগ্রী পেলেন শেবাচিমের চিকিৎসকরা

আওয়ামী লীগের করোনা সুরক্ষা সামগ্রী পেলেন শেবাচিমের চিকিৎসকরা

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ দপ্তরের পাঠানো করোনা সুরক্ষা সামগ্রী পেয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড সংশ্লিষ্টরা।

গত বুধবার দলের পক্ষে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান এবং হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের হাতে ওই সুরক্ষা সামগ্রী তুলে দেন। 

বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান জানান, করোনা ওয়ার্ডে কর্মরত চিকিৎসক এবং অন্যান্যদের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ দপ্তর থেকে সুরক্ষা সামগ্রী পাঠানো হয়েছে। এতে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ এবং সাবানসহ অন্যান্য সামগ্রী রয়েছে।