আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর এর প্রস্তুতি সভা

আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর আয়োজনে কালীবাড়ী রোড শহিদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে মঙ্গলবার ২১ জুন প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড আফজালুল করিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশালসিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড তালুকদার মো: ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ৩০ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দসহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সিলেটে বন্যা দুর্গতদের সহযোগীতা করায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ মেয়রের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেটে বন্যাদূর্গত মানুষদের সাহায্য সহযোগীতার জন্য ̈ সকল নেতাকর্মীদের আহ্বান জানান মেয়র। আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বরিশালে নানা কর্মসূচী:২৩ জুন সূর্যদ্বয়ের সাথে দলীয় কার্যালয়ে শহীদ সোহেল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন। ২৩ জুন আছরবাদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেটে বন্যাদূর্গত মানুষদের বিপদমুক্তি কামনায় দোয়া মোনাজাত।