আক্রান্ত চিকিৎসকের স্বামী ও শেবামেক ছাত্র করোনা আক্রান্ত

আক্রান্ত চিকিৎসকের স্বামী ও শেবামেক ছাত্র করোনা আক্রান্ত

বরিশাল জেলায় নতুন করে আরো দু’জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। নতুন করে আক্রান্ত হওয়া গৌরনদীর চিকিৎসকের স্ত্রীও চিকিৎসক। স্বামীর আগেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি।

বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস নতুন করে দু’জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। আর এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ‘ইতিপূর্বে গৌরনদীতে করোনা আক্রান্ত নারী চিকিৎসকের স্বামীরও নমুন পরীক্ষা করা হয়েছে। শুক্রবার আসা রিপোর্টে তারও কোভিড-১৯ পজেটিভ আসে।

তাছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজের যে ছাত্রের করোনা পজেটিভ এসেছে, সেই ছাত্র গত দু’দিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছে। বর্তমানে ২৩ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত বলে নিশ্চিত করেছেন পরিচালক।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস বলেন, ‘করোনা পজেটিভ হওয়া ছাত্রটি হোস্টেলে ছিল। রিপোর্ট পাওয়ার পর পরই তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি তার সংস্পর্শে আসা অন্য ছাত্রদের আইসোলেশনে রাখা হচ্ছে। তাদেরকেও কোভিট-১৯ পরীক্ষা করা হবে।

বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানান, ‘গত ১২ এপ্রিল প্রথম বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত ৫ দিনে পর্যায়ক্রমে গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা ও মুলাদী ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছেন।

 

এর মধ্যে সর্বোচ্চ ৮ জন আক্রান্ত হয়েছে বাবুগঞ্জ উপজেলায়। আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসক, ২ জন নার্স, ১ জন মেডিকেল কলেজ ছাত্র এবং দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ।