বরিশালে বিলাসবহুল লঞ্চে আইসোলেশন ইউনিট

বরিশালে বিলাসবহুল লঞ্চে আইসোলেশন ইউনিট

করোনা আক্রান্ত জরুরী রোগীদের সেবা দেয়ার উদ্দেশ্যে বরিশাল নদী বন্দরে একটি ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তত রাখা হয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র সহযোগীতায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল এমভি সুরভী-৮ লঞ্চটি নদী বন্দরে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিলাসবহুল জাহাজটি নদী বন্দরে নোঙ্গর করে ভাসমান আইসোলেশন ইউনিটের ব্যানার টাঙ্গিয়ে দেয়া হয়। এ সময় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এসএম রবিন শীষ এবং বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনডিসি এসএম রবিন শীষ বলেন, ফাঁক ফোকর গলে এখনও নৌপথে অনেক লোক বরিশাল আসছে। তারা কে করোনা আক্রান্ত, আর কে আক্রান্ত নয় তা বোঝা যাচ্ছে না। কেউ এসে পড়লে তাদের কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রাখা সহ প্রয়োজনে এই জাহাজটির সব কেবিন করোনা রোগীর চিকিৎসায় ব্যবহার করা যাবে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল লঞ্চটিতে ৪২ টি সিংগেল কেবিন, ৩৪ টি ডাবল, ৩ টি ফ্যামিলি ও ৪ টি সেমি ভিআইপি কেবিন এবং ৪টি ভিআইপি কেবিন রয়েছে। করোনা চিকিৎসার জন্য পুরো লঞ্চটি আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা যাবে।