আগস্টের মাসব্যাপী কর্মসূচী দিলো বরিশাল মহানগর আওয়ামী লীগ

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী, ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে কর্মসূচী পালন উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় নগরীর কালীবাড়ী রোডের শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফজালুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের ৩০ টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দসহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভার প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ শোকাবহ আগস্ট মাস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সভায় শোকাবহ আগস্ট মাসে মহানগরের ৩০টি ওয়ার্ডে মাস ব্যাপী সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।