আগামী নির্বাচনে ভালো নগর পিতা এবং ভালো সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর

আগামী নির্বাচনে একজন ভালো নগর পিতা এবং একজন ভালো সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
শুক্রবার দুপুর ১২ টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন পরিদর্শন পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই অনুযোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই শহরে যা কিছু উন্নয়ন হয়েছিলো তৎকালীন মেয়র শওকত হোসেন হিরনের আমলে। এরপর দীর্ঘদিনেও কোন উন্নয়ন হয়নি বরিশাল শহরে। বরিশালের উন্নয়নে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান সদর আসনের এমপি।
এ সময় তিনি আগামী নির্বাচনে একজন ভালো নগর পিতা এবং একজন ভালো সংসদ সদস্য নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, আমি যদি ভালো না হই তাহলে আমাকেও আগামীতে সাপোর্ট দেবেন না। আমি যদি ভালো হই তাহলে আমাকে সাপোর্ট দেবেন। মেয়র সাহেব যদি ভালো হয় তাহলে তাকেও সাপোর্ট দেবেন। আর যদি উনি (মেয়র) ভালো না হন তাহলে ওনাকেও সাপোর্ট দেবেন না।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রতিমন্ত্রী স্পীডবোট যোগে রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন করে আর রূপাতলী এলাকা ভাঙতে দেয়া হবে না। আগামী বর্ষার আগেই রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক দুই সহসভাপতি মীর আমীন উদ্দিন মোহন ও আলমগীর হোসেন আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, নগরীর ৯ জন ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্যরা প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।