আগামীকাল থেকে বুস্টার ডোজ

আগামীকাল থেকে বুস্টার ডোজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে তাই আগামীকাল রবিবার মহাখালীর বিসিপিএস থেকে করোনার বুস্টার ডোজ দেয়া হবে। প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেয়া হবে।

তিনি বলেন, ‘যারা ছয় মাস কিংবা এক বছর আগে করোনার ২টি ডোজ সম্পন্ন করেছেন তারা এই টিকা পাবেন।’

শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলা শুভ্র সেন্টারে মেধাবী বৃত্তি, দরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা ও শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

দেশে করোনার টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, যাদের টিকা নেওয়ার বয়স ছয় মাস বা এক বছর হয়ে গেছে তারাই প্রথম দিকে বুস্টার ডোজ পাবেন। পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে।

‘বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হবে। বর্তমানে দেশে দুই কোটি ফাইজারের টিকা রয়েছে। সামনের মাসে আরও দুই কোটি টিকা আসবে। পর্যায়ক্রমে আরও তিন কোটি টিকা পাওয়া যাবে।’

এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।